রাষ্ট্র কারো উপর ধর্ম চাপিয়ে দিতে পারে না
রাষ্ট্র একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ধর্ম হয় না। ধর্ম হয় মানুষের। রাষ্ট্র নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আখিরাত সম্পর্কে রাষ্ট্রের কোনো ধারণা নেই। রাষ্ট্রের মতো অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠনেরও ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, তাদের নিজস্ব বিশ্বাস তাদের প্রতিষ্ঠানের উপর প্রতিফলিত হয়। এটা খুবই স্বাভাবিক বিষয়। এ কারণে, যে দেশে মুসলিমরা ক্ষমতাশীল, সে দেশকে মুসলিম রাষ্ট্র বলা হয়। এবং যে দেশে খ্রিস্টানরা ক্ষমতাশীল, সে দেশকে খ্রিস্টান রাষ্ট্র বলা হয়।
কখনো কখনো সরকারী লোকজন নিজেদের ধর্মবিশ্বাস সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চান। তখনি কেবল ধর্মীয় রাষ্ট্র বা মতাদর্শিক রাষ্ট্রের উৎপত্তি হয়। জোর করে কারো বিশ্বাস যেখানে পরিবর্তন করার চেষ্টা করা হয়, সেখানে অভ্যন্তরীণ সংগ্রাম, নিপীড়ন ও অত্যাচার শুরু হয়।
– আবদুল আজিজ বায়িনদির, ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক, পৃষ্ঠা – ১২