জগতের সকল মহান পুরুষের আদর্শ অনুসরণ করে আমিও দাঁড়ি রেখেছি জীবনের শুরু থেকেই

পৃথিবীর প্রথম জঙ্গি কে ছিলেন, তা একটি নৃতাত্ত্বিক প্রশ্ন। অনেকের মতে, পৃথিবীর মানব ইতিহাসের শুরু থেকেই মানুষের মুখে দাঁড়ি ছিলো। ছুরি, ব্লেড, বা রেজার আবিষ্কার হবার আগে পর্যন্ত মানুষ তাদের মুখের দাঁড়ি কাটতে পারতো না। ফলে, ১০০ বা ২০০ বছর আগে পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, তাদের প্রায় সবাই জঙ্গি ছিলেন।

পৃথিবীর ইতিহাসে যাদের ছবি বা মূর্তি আমরা কল্পনা করতে পারি, তারা সবাই জঙ্গি ছিলেন। কারণ, সবার মুখেই আমরা দাঁড়ি দেখতে পাই।

উদাহরণ স্বরূপ, সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল সহ খ্রিষ্টপূর্ব সকল দার্শনিক ও জ্ঞানী ব্যক্তিরা জঙ্গি ছিলেন। কারণ, সবার মুখেই দাঁড়ি ছিলো।

ইহুদি ধর্মের মূসা, খ্রিস্টান ধর্মের ঈসা, হিন্দুদের অধিকাংশ পুরোহিত সহ আরো যত ধর্ম আছে, সবার প্রতিষ্ঠাতারা জঙ্গি ছিলেন। কারণ, সবার মুখেই দাঁড়ি ছিলো।

বাংলা সাহিত্যের শুরু থেকে বর্তমান, রবীন্দ্রনাথ থেকে নির্মলেন্দু গুণ পর্যন্ত অসংখ্য কবি-সাহিত্যিক জঙ্গি ছিলেন। কারণ, সবার মুখেই দাঁড়ি ছিলো বা আছে।

মানব ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত যত জ্ঞানী ও দার্শনিক, কবি ও সাহিত্যিক জন্ম লাভ করেছেন, তাদের অধিকাংশ-ই দাঁড়িওয়ালা জঙ্গি ছিলেন। আমিও তাঁদের মতো হতে চাই। তাই, জগতের সকল মহান পুরুষের আদর্শ অনুসরণ করে আমিও দাঁড়ি রেখেছি জীবনের শুরু থেকেই।

15 May 2019 at 3:54 pm

আরো পোস্ট