সাহসী নারী

নারীর বস্ত্রহরণকারিণী
নেত্রী মোদের শ্রাবণী
ক্যামেরার সামনে দিলেন তিনি
সাহসী নারীর বাণী।

গান বাজানোর প্রতিবাদে
উচ্চ স্বরে রাতে,
বৃদ্ধ পুরুষ পটল তুলেছে
সাহসী নারীর হাতে।

প্রেমিকটাকে ছুরি মেরে
লাভলী ইয়াসমিন
বাজিয়ে দিলেন এই বাংলায়
সাহসী নারীর বীণ।

বাবা মাকে হত্যাকারিণী
ইয়াবা নারী ঐশী
সেও হলো এই বাংলার
মস্ত বড় সাহসী।

মহান নারীর নেতৃত্বে
দেশে নেই তো ভয়,
চতুর্দিকে শুনছি কেবল
সাহসী নারীর জয়।

ওগো প্রিয়া, তুমি কি ঐ
সাহসী নারীর দলে?
এমন হলে, জগত ছেড়ে
এখনি যাব চলে।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক