রাসূলের কার্টুন আঁকা সমস্যা কেন? – ইমরান খান

রাসূল (স)-এর কার্টুন আঁকার জন্যে সম্প্রতি নেদারল্যান্ডসে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার হিসাবে ঘোষণা করা হয় (১০,০০০) দশ হাজার ডলার বা সাড়ে আট লক্ষ টাকা।

এর প্রতিবাদে প্রথম শক্তিশালীভাবে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন – “ওআইসি এবং মুসলিম-বিশ্ব একতাবদ্ধ হয়ে কথ বলতে পারে না, ফলে পশ্চিমা-বিশ্ব মত প্রকাশের স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী (স)-এর কার্টুন আঁকার প্রতিযোগিতা করে। সামান্য একটু হোলোকাস্টের আলোচনা করলেই যখন পশ্চিমা-বিশ্ব এতো ব্যথা পায়, তখন তারা আমাদের ধর্ম ইসলাম ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স)-এর বিরোধিতা করলে আমরা ব্যথা পাব না কেন?”

এই প্রতিযোগিতা বন্ধ করার জন্যে ইমরান খান নেদারল্যান্ডসকে কঠোরভাবে সাবধান করে দেন।

আলহামদুলিল্লাহ। ইমরান খানের ধমক খেয়ে নেদারল্যান্ডস এই প্রতিযোগিতা বন্ধ করেছে।

আরো পোস্ট