আসাবিয়্যাহ অর্থ কি জাতীয়তাবাদ? – ইবনে খালদুন
আসাবিয়্যাহ শব্দের অর্থ কি জাতীয়তাবাদ?
ইবনে খালদুন তাঁর মুকাদ্দিমা গ্রন্থে ‘আসাবিয়্যাহ’ শব্দটি প্রচুর ব্যবহার করেছেন। তাঁর মতে, একটি জাতি, রাষ্ট্র বা সভ্যতার উত্থান-পতনের মূল কারণ আসাবিয়্যাহ। আসাবিয়্যাহ-র উপর ভিত্তি করেই একটি জাতি বা রাষ্ট্রের উত্থান হয়, এবং আসাবিয়্যাহ দুর্বল হয়ে পড়লে সেই জাতি বা রাষ্ট্রের পতন হয়।
অনেকেই ইবনে খালদুনের এই ‘আসাবিয়্যাহ’ শব্দটির অর্থ করেন ‘জাতীয়তাবাদ’। কিন্তু আসলে আসাবিয়্যাহ শব্দের সঠিক অর্থ হলো জাতীয় সংহতি (National Solidarity) বা জাতীয় ঐক্য।
একটি জাতি বা রাষ্ট্র গঠিত হয় কিছু মূল্যবোধ ও চেতনার উপর ভিত্তি করে। যেসব মূল্যবোধ ও চেতনার উপর ভিত্তি করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি জাতি বা একটি রাষ্ট্র গঠন করে তাকেই আসাবিয়্যাহ বলা হয়।
আসাবিয়্যাহ অনেক প্রকারের হতে পারে। যেমন,
১) ধর্মীয় আসাবিয়্যাহ বা ধর্মের ভিত্তিতে গঠিত ঐক্য।
২) ভৌগোলিক আসাবিয়্যাহ বা দেশের ভিত্তিতে গঠিত ঐক্য।
৩) ভাষাগত আসাবিয়্যাহ বা ভাষার ভিত্তিতে গঠিত ঐক্য।
ইত্যাদি।
সুতরাং, আসাবিয়্যাহ শব্দের অর্থ জাতীয়তাবাদ নয়, বরং এর অর্থ হলো সংঘবদ্ধতা। প্রতিটি মানুষের জন্যে এই আসাবিয়্যাহ বা সংঘবদ্ধতা খুবই প্রয়োজন। আসাবিয়্যাহ বা সংঘবদ্ধতা ব্যতীত কোনো মানুষ চলতে পারে না।
#খালদুন_পাঠ