সমাজ পরিবর্তনের জন্যে ইমাম মাহদির অপেক্ষা করাটা কেবল অলসতা নয়, সুন্নাতুল্লাহ বা কোরআনেরও বিরোধী
নিষ্ক্রিয় মুসলিমরা ইমাম মাহদিকে খুব ভালোবাসেন। কারণ ইমাম মাহদির উপর সমাজ পরিবর্তনের দায়িত্ব দিয়ে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কিছু হুজুর সমাজের এই নিষ্ক্রিয় মুসলিমদের নিশ্চিন্ত ঘুমের ব্যাঘাত না ঘটানোর জন্যে বলেন, আমরা শত চেষ্টা করলেও সমাজ পরিবর্তন করতে পারবো না, যতদিন ইমাম মাহদি না আসবেন।
সমাজ পরিবর্তনের জন্যে ইমাম মাহদির অপেক্ষা করাটা কেবল অলসতা নয়, সুন্নাতুল্লাহ বা কোরআনেরও বিরোধী। আল্লাহ তায়ালা বলেন –
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّراً نِعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوا مَا بِاَنْفُسِهِمْۙ وَاَنَّ اللّٰهَ سَم۪يعٌ عَل۪يمٌۙ
“যদি কোনো জাতি নিজের অবস্থা পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে, তিনি তাদেরকে সে সম্পদ দান করেছেন, তা পরিবর্তন করে দিবেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” [সূরা ৮৭/আনফাল – ৫৩]
অর্থাৎ, আল্লাহ কোনো জাতিকে যে সম্পদ দান করেন, সেটা ততক্ষণ পর্যন্ত সে-জাতির হস্তগত হয় না, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তিত হয়ে সে-সম্পদ পাবার উপযোগী না হয়।
ইমাম মাহদি এসে সমাজ পরিবর্তন করবেন, আমাদের করার কিছু নেই – এমন যারা ভাবেন, তারা উপরোক্ত আয়াতের বিরোধী কাজ করেন।
19 February at 2:10 pm 2020