আত্মহত্যা সম্পর্কে কয়েকটি আয়াত ও হাদিস

আত্মহত্যা সম্পর্কে কয়েকটি আয়াত ও হাদিস

১। যে নিজেকে নিজে হত্যা করে, তাকে আগুনে নিক্ষেপ করা হবে।

আল্লাহ বলেন –

وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا 
وَمَن يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا

“তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য।” [সূরা নিসা – ২৯, ৩০]

২। যে যেভাবে আত্মহত্যা করবে, সে চিরকাল জাহান্নামে একই কাজ করতে থাকবে।

রাসূল (স) বলেন –

عبد الله بن عبد الوهاب حدثنا خالد بن الحارث حدثنا شعبة عن سليمان قال سمعت ذكوان يحدث عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من ترد‘ى من جبل فقتل نفسه“ فهو في نار جهنم يترد‘ى فيه خالدا مخلدا فيها أبدا ومن تحسٰى سما فقتل نفسه“ فسمه“ في يده„ يتحساه“ في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه“ بحديدة فحديدته“ في يده„ يجأ بها في بطنه„ في نار جهنم خالدا مخلدا فيها أبدا.

“যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পুড়বে, এবং চিরকাল সে জাহান্নামের ভিতর ঐভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে লোক বিষপানে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, এবং চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে লোক লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের ভিতর লোহা তার হাতে থাকবে, এবং চিরকাল সে তা দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে। [সহিহ বুখারী, হাদিস নং ৫৭৭৮]

রাসূল স আরো বলেন –

حدثنا أبو بكر بن أبي شيبة، وأبو سعيد الأشج قالا حدثنا وكيع، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ “‏ من قتل نفسه بحديدة فحديدته في يده يتوجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن شرب سما فقتل نفسه فهو يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن تردى من جبل فقتل نفسه فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها أبدا ‏”‏ ‏.‏

“যে ব্যক্তি কোন ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে নিজের পেটে আঘাত করতে থাকবে, এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, সে জাহান্নামে আগুনের মধ্যে বিষপান করতে থাকবে, এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি নিজে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে নীচে গড়িয়ে জাহান্নামের আগুনে পড়তে থাকবে, এভাবে সে ব্যক্তি তথায় চিরকাল অবস্থান করবে।” [সহিহ মুসলিম, হাদিস নং ২০০]

৩। দুনিয়াতে যে যেভাবে আত্মহত্যা করবে, জাহান্নামে সে সেভাবেই নিজেকে শাস্তি দিবে।

রাসূল (স) বলেন –

حدثنا محمد بن بشار، حدثنا عثمان بن عمر، حدثنا علي بن المبارك، عن يحيى بن أبي كثير، عن أبي قلابة، أن ثابت بن الضحاك، وكان، من أصحاب الشجرة حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال ‏”‏ من حلف على ملة غير الإسلام فهو كما قال، وليس على ابن آدم نذر فيما لا يملك، ومن قتل نفسه بشىء في الدنيا عذب به يوم القيامة، ومن لعن مؤمنا فهو كقتله، ومن قذف مؤمنا بكفر فهو كقتله ‏”‏‏‏

“কোন লোক দুনিয়াতে যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে জিনিস দিয়েই তাকে ‘আযাব দেয়া হবে। কেউ যদি কোন মু‘মিনের উপর অভিশাপ দেয়, তাহলে তা ঐ মুমিনকে হত্যা করারই শামিল হবে। আর কোন মু‘মিনকে কাফির বললে, তাও তাকে হত্যা করার মতই হবে। [সহিহ বুখারী, হাদিস নং ৬০৪৭]

৪। আত্মহত্যাকারীর জানাযা পড়েননি রাসূল (স)।

حدثنا عون بن سلام الكوفي، أخبرنا زهير، عن سماك، عن جابر بن سمرة، قال أتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصل عليه ‏.‏

রাসূল (স)-এর নিকট জনৈক ব্যক্তির লাশ উপস্থিত করা হল। সে চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছে। কিন্তু রাসূল (স) তার জানাযার সালাত আদায় করেননি। [সহিহ মুসলিম, হাদিস নং ২১৫২]

1 ফেব্রুয়ারি, 2019, 10:59 PM

আরো পোস্ট