অমুসলিমরা কেন আজ বিশ্ব নিয়ন্ত্রণ করছে?

অমুসলিমরা কেন আজ বিশ্ব নিয়ন্ত্রণ করছে? -এর সহজ উত্তর হচ্ছে অমুসলিমরা আজ বিশ্বের সকল জ্ঞানকে নিয়ন্ত্রণ করছে।

একটা উদাহরণ দিচ্ছি।

যে কোনো হাদিস খুব সহজে খুঁজে বের করার জন্যে এখন আমরা মাকতাবায়ে শামেলার মত সফটওয়্যারগুলো ব্যবহার করি। কিন্তু, যখন এসব সফটওয়্যার ছিলো না, তখন মানুষ যে বইটি থেকে খুব সহজে হাদিস খুঁজে বের করতো, তার নাম “আল-মু’জামুল আলফাজুল হাদিসুন নাববী” (المعجم المفهرس لألفاظ الحديث النبوي)।

এ গ্রন্থটি কোনো আরব দেশে লেখা হয়নি। এটি লিখেছেন ইউরোপের অমুসলিমরা। ১৯১৬ সাল থেকে শুরু করে ১৯৬৯ সালে পর্যন্ত মোট ৫৩ বছর সময় লেগেছে ৭ খণ্ডের এই গ্রন্থটি সম্পূর্ণ করতে। প্রথম খণ্ড প্রকাশ করেন নেদারল্যান্ডসের ‘লাইন বিশ্ববিদ্যালয়ের’ (Leiden University) প্রফেসর ‘এরেন্ট জেন ওয়ানসিঙ্ক’ (Arent Jan Wensinck)। তিনি ১৯৩৯ সালে মারা যাবার পর তার ছাত্র ও অনুসারীরা বাকি খণ্ডগুলোর কাজ করে।

হাদিস সার্চ করার জন্যে এই গ্রন্থটি গত শতাব্দীর সবচেয়ে মূল্যবান গ্রন্থে পরিণত হয়েছে। এই গ্রন্থটি ছাড়া এখনো অনেক আলেম তাদের গবেষণা চালিয়ে যেতে পারেন না।

যে কাজটি আমাদের মুসলিমদের করার দরকার ছিলো, সে কাজটি করেছে অমুসলিমরা। ফলে, মুসলিমদের নেতৃত্বও দিচ্ছে অমুসলিমরা।

7 ফেব্রুয়ারি, 2019, 3:07 PM

আরো পোস্ট