মানুষ হিসাবে পৃথিবীতে আমরা সবাই সমান
মানুষ হিসাবে পৃথিবীতে আমরা সবাই সমান। যখন কোনো একজন মানুষকে অতি-মানব আখ্যায়িত করা হয়, তখন তার আশেপাশের অন্য মানুষেরা অবহেলার স্বীকার হয়। সক্রেটিসের ভাষায়, একজন মানুষকে লম্বা প্রমাণ করতে হলে দেখাতে হবে যে অন্যজন তার থেকে খাটো। একজনকে বড় প্রমাণ করতে হলে দেখাতে হবে যে অন্যরা সব ছোট। একজনকে মহৎ প্রমাণ করতে হলে অন্যদের বলতে হবে নির্বোধ।
সত্যিকারের মহৎ মানুষেরা নিজেদেরকে মহৎ দাবী করেন না। জ্ঞানী হওয়া সত্ত্বেও সক্রেটিস বলতেন ‘আমি কিছুই জানি না’। স্রষ্টার বার্তাবাহক হওয়া সত্ত্বেও যিশু বলতেন ‘তোমরা আমাকে মহৎ বলবে না’। মুহাম্মদ (স) বলতেন, ‘আমি তোমাদের মতই মানুষ’। পৃথিবীর সকল মহৎ ও শ্রেষ্ঠ মানুষ-ই নিজেদের সাধারণ মানুষ ভাবতেন। যখনি কেউ নিজেকে অসাধারণ মানুষ হিসাবে দাবী করে, বুঝতে হবে সে নিশ্চিত ভণ্ড।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নিজেকে কিংবদন্তী দাবী করেছেন কিনা, জানি না। তবে তাঁর অনুসারীরা যেভাবে তাঁকে দেবতার আসনে বসিয়েছেন, তাতে মানুষ হিসাবে অন্যদের মর্যাদা ও সম্মান যে ক্ষুণ্ণ হচ্ছে, তা নিশ্চিত। এবং এর ফলে সাধারণ মানুষ যে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও অত্যাচারিত হচ্ছেন, তাও প্রমাণিত।
ধরুন, প্রতি বছর ১৫ আগস্টে ব্যানার-পোস্টার-অনুষ্ঠানে বা কর্মীদের ভাতা বাবদ যে পরিমাণ টাকা অপচয় হয়, তা দিয়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব। অথবা, দশ হাজার (১০,০০০) উচ্চ শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। কিংবা, এ টাকা দিয়ে এক লক্ষ গরিব মানুষের বাসস্থান তৈরি করে দেয়া যায় অনায়াসে।
কিন্তু আপসোস!!!
আগস্ট মাস জুড়ে শেখ মুজিবকে নিয়ে যা করা হয়, তিনি নিজে বেঁচে থাকলে হয়তো হার্ট অ্যাটাক করতেন। তাকে নিয়ে এত ভণ্ডামি তিনি হয়তো সহ্য করতে পারতেন না।
যে কোনো মানুষকে আপনি যখন দেবতার আসনে বসাবেন, তখন তার আশেপাশের অন্য মানুষগুলো অত্যাচারের স্বীকার হবে নিশ্চিত। যেমন এখন হচ্ছে…
August 15, 2015 at 7:30 PM