পূর্ব পাকিস্তান হইতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত – মাওলানা মওদুদী
পূর্ব পাকিস্তান হইতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত – মাওলানা মওদুদী
দৈনিক আজাদ; ১ জানুয়ারি ১৯৬৯; পৃষ্ঠা -৪
জামাতে এছলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী বলেন যে, ন্যায় নীতির দাবী হইতেছে যে, পূর্ব পাকিস্তান হইতেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত। গতকাল লাহোরে আগমন করিয়া বিমান বন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণদানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
মওলানা বলেন যে, ঢাকায় অনুষ্ঠিতব্য পি ডি এম সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইবে।
বিদেশে থাকাকালীন দেশের অবস্থা সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন কিনা, এই মর্মে জিজ্ঞাসিত হইলে তিনি বলেন যে, ভারতের তুলনায় ব্রিটিশ পত্রিকায় পাকিস্তানকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। শেষে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ফলাফল প্রসঙ্গে তিনি বলেন যে, লক্ষ্য হাসিলের পথে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ বিজয়ী হইবেন।