নারীদের শরীর ও মন নরম হওয়াটা তাদের দুর্বলতা নয়, এটা সৃজনশীলতার লক্ষণ

নবীদের মধ্যে ঈসা (আ) ছিলেন সবচেয়ে নরম মনের মানুষ। তিনি বলতেন, “কেউ তোমার এক গালে চড় দিলে, আরেক গাল তার দিকে এগিয়ে দাও”। ঈসা (আ) এতো নরম মনের মানুষ হবার কারণ হলো, তিনি কেবল নারী থেকে সৃষ্টি হয়েছেন, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই তার মা মরিয়ম তাকে জন্ম দিয়েছেন।

দয়াশীল মানুষেরা নরম প্রকৃতির হয়। নারীরা পুরুষের চাইতে বেশি দয়াশীল বলে তাদের মন ও শরীর পুরুষের চেয়ে অনেক বেশি নরম থাকে।

নারীদের শরীর ও মন নরম হওয়াটা তাদের দুর্বলতা নয়, এটা সৃজনশীলতার লক্ষণ। যেমন, পাথরের চেয়ে মাটি নরম, এর কারণ মাটিকে গাছগাছালি জন্ম দিতে হয়। যদি পাথরের মতো শক্ত হতো মাটি, তাহলে পৃথিবী পুরোটাই হতো মরুভূমি। লোহা শক্ত, কিন্তু লোহা দিয়ে কিছু বানাতে হলে তাকে আগে নরম করতে হয়। পৃথিবীর সব প্রাণি সৃষ্টি হয় পানি থেকে, আর পানি হলো সবচেয়ে নরম। এভাবে কোনো কিছু নরম হওয়াটা তার দুর্বলতা নয়, বরং নরম হওয়াটা হলো সৃজনশীলতা ও দয়াশীলতার প্রতিক।

নারীরা পুরুষের মতো শক্ত হবার চেষ্টা করা যেমন, কোনো মাটি পাথর হবার চেষ্টাও তেমন। কোনো নারী যখন তার সৃজনশীলতা ও দয়া-মায়া হারিয়ে ফেলে, তখন সে পুরুষ হতে চেষ্টা করে।

27 August 2019 at 10:am

আরো পোস্ট