আমাদের স্বাধীনতা কেন এখনো আসছে না?
স্বাধীনতা লাভের প্রথম শর্ত হলো, এটা বিশ্বাস করা যে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এ বিশ্বাস ছাড়া কেউ প্রকৃতপক্ষে স্বাধীন হতে পারে না।
বনি ইসরাইল একসময়ে বিশ্বাস করতো যে, ফেরাউনের রাজ্যে কাজ করার মাধ্যমেই তাদের খাবার জুটে। যতদিন তাদের এ বিশ্বাস ছিলো, ততদিন তারা ছিলো ফেরাউনের দাস। মুসা (আ) এসে বললেন, হে বনি ইসরাইল! তোমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সুতরাং ফেরাউনের দাসত্ব করার কোনো প্রয়োজন তোমাদের নেই। এ কথা বিশ্বাস করার সাথে সাথেই বনি ইসরাইল ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হলো, এবং প্রকৃত স্বাধীনতা পেলো।
সুমাইয়া (রা) যতদিন মনে করতেন, আবু জাহেলের ঘরে কাজ করার কারণেই তার পরিবারের খাবার জুটে, ততদিন তিনি আবু জাহেলের দাসী ছিলেন। কিন্তু, যখনি তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তখনি তার মধ্যে স্বাধীনতার চেতনা জাগে, এবং তিনি আবু জাহেলের অবাধ্য হয়ে যান। আল্লাহকে একমাত্র রিজিকদাতা মানার কারণে এবং আবু জাহেলের অবাধ্য হবার কারণে শেষ পর্যন্ত তাকে শহীদ হয়ে যেতে হয়েছে।
বাংলাদেশে আমরা স্বৈরশাসন থেকে মুক্তি চাই ঠিক, আবার এটাও ঠিক যে, আমরা আমাদের রিজিকের জন্যে সরকারের চাটুকারিতা করি, এবং তার দাসত্ব করি। ফলে, আমাদের স্বাধীনতা এখনো আসছে না।
2 December 2019 at 12:35pm