এরদোয়ান কি তাগুত?
ইসলামপন্থীদের বহুল ব্যবহৃত একটি শব্দ হলো – “তাগুত”। বিপরীত পক্ষকে ধরাশায়ী করার জন্যে এ শব্দটি তারা ব্যবহার করেন।
এটা যে কেবল বাংলাদেশের সমস্যা তা নয়, প্রায় সকল মুসলিম দেশেই এ সমস্যা রয়েছে। তুরস্কের অনেক ইসলামপন্থী-ই মনে করেন, তুরস্কের বর্তমান ক্ষমতাশীল প্রেসিডেন্ট এরদোয়ান হলো তাগুত। তাঁকে যারা ভোট দিবে বা সহযোগিতা করবে, তারা সবাই কাফের হয়ে যাবেন।
আজকে Ebubekir Sifil নামের এক স্কলারের একটা লেকচার শুনছিলাম। দেখুন https://www.youtube.com/watch?v=8wlO0EB7TEc।
এ স্কলারকে প্রশ্ন করা হলো, “যারা আল্লাহর আইন ছাড়া দেশ শাসন করেন, তারা তাগুত। তাই এরদোয়ান ও তুরস্কের রাষ্ট্রকে যারা সহযোগিতা করে বা সমর্থন করে, তারা মূলত ‘তাগুত’-কে সমর্থন করেন।
এর জবাবে উস্তাদ আবু বকর শিফিল বলেন –
“এ প্রশ্নটি আজকাল খুব শুনা যায়, যা লজ্জাজনক বিষয়। প্রিয় ভাইয়েরা, তাগুত কেবল একটি রাষ্ট্র নয়, তাগুত একটি ব্যক্তি, প্রতিষ্ঠান, পরিবার সব কিছুই হতে পারে। যারা জেনে বুঝে এবং ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো আইনকে মানতে অস্বীকার করে, এবং আল্লাহর আইনের পরিবর্তে অন্য নিয়ম মানুষের উপর চাপিয়ে দেয়, হোক সে ব্যক্তি, প্রতিষ্ঠান, বা কোনো শক্তি, সে তাগুত। তাগুত যে কেউ হতে পারে, এটা কেবল শাসক নয়। তাগুত হবার শর্ত তিনটি।
১) আল্লাহর কোনো নিয়মকে জেনে বুঝে এবং ইচ্ছাকৃতভাবে মানতে অস্বীকার করা।
২) ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর নিয়মকে না মানা।
৩) আল্লাহর আইনের ঠিক বিপরীতে একটি আইন অন্যদের উপরে চাপিয়ে দেয়া।
এবার আমরা এ তিনটি শর্ত দিয়ে নিজেকে যাচাই করি। তাহলেই বুঝতে পারবো, আমরা যে অভিযোগে অন্যকে তাগুত বানাচ্ছি, সে অভিযোগে নিজে তাগুত হচ্ছি কিনা। ইনসাফের সাথে বিষয়টি যাচাই করবেন।”