নাস্তিকদের ভালো একটা দিক
নাস্তিকরা একে অপরের সাথে একাডেমিক তর্ক লাগলে কখনোই অন্য নাস্তিককে বলে না যে, “এই, আপনি তো নাস্তিক না”।
কিন্তু, কিছু মুসলিম একে অপরের সাথে একাডেমিক তর্ক লাগলে অন্য মুসলিমকে বলেন, “এই, আপনি তো মুসলিম না”।
অর্থাৎ, নাস্তিকরা একে অপরকে তাদের দল থেকে বের করে দেয় না। কিন্তু মুসলিমরা একে অপরকে তাদের দল থেকে বের করে দেন।