মুসলিমদের রাজনৈতিক পরাজয় ও ইসলামপন্থীদের উৎপত্তি
ইসলামের ইতিহাসে কখনো ইসলামপন্থীদের প্রয়োজন হয়নি। ইসলামপন্থীদের প্রথম প্রয়োজন হয়, যখন মুসলিমদের রাজনৈতিক পরাজয় শুরু হয়। অর্থাৎ, ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই বিংশ শতাব্দীর শুরু থেকে ইসলামপন্থীদের উৎপত্তি হয়।
ইসলামপন্থীদের প্রধান প্রশ্ন দুটি। ১) কেন রাজনৈতিকভাবে মুসলিমদের পতন হলো? ২) মুসলিমরা কীভাবে আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে? এ প্রশ্ন দুটির জবাব দেয়ার জন্যেই ইসলামপন্থীদের উৎপত্তি।
উপরোক্ত দুটি প্রশ্নের জবাব বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছে; এবং সে জবাবের আলোকে কর্মতৎপরতায় অংশ নিয়েছেন।
যেমন, দেওবন্দের আলেমরা মনে করতেন, ইসলামি জ্ঞানের পুনর্জাগরণের মাধ্যমেই মুসলিমরা আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। হাসান আল বান্না, সাইয়েদ কুতুব ও মাওলানা মওদুদিরা মনে করতেন, রাষ্ট্রের ক্ষমতা হাতে আসলেই ইসলাম আবার শক্তিশালী হবে। আধুনিক মুসলিমরা মনে করতেন, তাসাউফ-ফিকহ এগুলো বাদ দিয়ে কেবল কোর’আনে ফিরে গেলেই আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। এভাবে সবাই নিজের মতো করে উপরোক্ত দুটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছে, এবং কর্মতৎপরতায় অংশ নিয়েছে। আর এর ধারাবাহিকতা এখনো চলছে।
14 February at 4:21 pm 2020