|

মাজহাব ও ইসলামি দলের মধ্যে পার্থক্য কী?

১) মাজহাব হলো ইসলামি চিন্তা করার একটি পদ্ধতি বা মেথডলোজি, কিন্তু ইসলামি দল হলো কোনো কাজের জন্যে একত্রিত হওয়া কিছু মুসলিমের গ্রুপ।

২) মাজহাব যেহেতু চিন্তার সাথে সম্পর্কিত, তার এর স্থায়িত্ব অনেক দিন থাকে। ইসলামি দল যেহেতু কোনো কাজের সাথে সম্পর্কিত, তাই কাজটা শেষটা হলে গেলে ইসলামি দলেরও অস্তিত্ব অপ্রয়োজনীয় হয়ে পড়ে।

৩) মাজহাব গড়তে হলে ইসলামি চিন্তার সার্বিক একটা দৃষ্টিভঙ্গি প্রদান করতে হয়, কিন্তু ইসলামি দল গড়তে হলে কেবল একটা কাজের ইসলামি দৃষ্টিভঙ্গি রাখলেই হয়।

৪) মাজহাবে মানুষের সংখ্যা প্রধান নয়, চিন্তাটাই প্রধান। কিন্তু ইসলামি দলের ক্ষেত্রে চিন্তার চেয়ে মানুষের সংখ্যা প্রধান হয়।

৫) কখনো কখনো একটি মাজহাব একটি ইসলামি দলে রূপ নেয়, যেমন ইমাম আহমদের সময়কার মুতাযিলা। আবার কখনো কখনো ইসলামি দল একটি মাজহাবের রূপ নেয়, যেমন সৌদি বংশের থেকে উৎপন্ন ওহাবিজম।

14Feb 2:03pm 2020

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক