ইরানের শিয়া সংবিধানে সুন্নীদের স্থান
সৌদি আরব শিয়াদেরকে অমুসলিম মনে করলেও ইরান কিন্তু সুন্নিদের অমুসলিম মনে করে না। এ ক্ষেত্রে ইরান সৌদি আরব থেকে অনেক উদার।
ইরান সংবিধানের ‘অনুচ্ছেদ – ১২’ অনুযায়ী, ইরানের শিয়াদের মতো সুন্নি হানাফি, শাফেয়ী, মালেকি ও হাম্বলি সবাই সমান অধিকার পাবে। আর্টিকেলটা দেখুন –
Article 12: The official religion of Iran is Islam and the Twelver Ja‘fari school of [shi‘ī] religion. This principle shall remain eternally unchangeable. Other Islamic schools of thought, such as the Hanafi, Shafi‘i, Maliki, Hanbali, and Zaydi, are deserving of total respect and their followers are free to perform their own religious practices, religious education, and personal matters. They may practice their religious education, personal status, (marriage, divorce, inheritance, and bequest), in accordance with their own jurisprudence. The dispute over these matters is recognized in the courts. In any area where followers of these schools of thought are in the majority, local regulations, within the domain of the council’s jurisdictions, are set according to that school of thought so long as the rights of the followers of other schools of religion are maintained.
“ইরানের সরকারী ধর্ম হলো ইসলাম এবং জাফরি ইসনা আশারা মাজহাব (শিয়া)। এই নীতিটি চিরকাল অপরিবর্তনীয় থাকবে। হানাফি, শাফেয়ী, মালেকি, হাম্বলি এবং জায়েদি সহ অন্যান্য ইসলামী চিন্তার মাজহাবগুলি সম্পূর্ণ সম্মানের প্রাপ্য। এবং তাদের অনুসারীরা তাদের নিজস্ব ধর্মীয় অনুশীলন, ধর্মীয় শিক্ষা এবং ব্যক্তিগত বিষয়গুলি মেনে চলার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। তারা তাদের নিজস্ব আইন ও ফিকাহ অনুসারে তাদের ধর্মীয় শিক্ষা, ব্যক্তিগত বিষয় (বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং ওসিয়ত) অনুশীলন করতে পারবেন। এই বিষয়গুলির মতপার্থক্য আদালতে স্বীকৃত। যে অঞ্চলে যে মাজহাবের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ, তারা সিটি কাউন্সিলর-এর অনুমতিক্রমে নিজেদের মাজহাব অনুযায়ী স্থানীয় বিধিবিধানগুলি ঠিক করতে পারবেন, তবে এতে অন্য মাজহাবের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়।”
দেখুন, ইরান যেভাবে তাদের সংবিধানে আমাদেরকে অমুসলিম না বলে বরং সমান সুযোগের ব্যবস্থা করেছে, আমরা ক্ষমতায় আসলে তাদেরকে সে-সমান সুযোগ কি দিতে পারবো?
14 Feb 11:52am 2020