| |

“ইসলামী অর্থনীতি” শব্দটি কেন সমস্যাজনক?

এরদোয়ানের অর্থনৈতিক নীতি বোর্ডের সদস্য এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ইসলামী অর্থনীতি অনুষদের প্রফেসর, সেরভেত বাইনদির (Servet Bayındır) বলেন –

“১৯৪০ সালের পর থেকে আস্তে আস্তে মুসলিম জনগোষ্ঠীগুলো পশ্চিমা দখলদারিত্বের হাত থেকে স্বাধীন হতে শুরু করলো। এর জন্যে মুসলিমদের অনেক লড়াই করতে হয়েছে। লড়াই করার সময়ে মুসলিমদের দাবী ছিলো আমরা একটি ইসলামী রাষ্ট্র চাই, আমরা একটা ইসলামী শিক্ষাব্যবস্থা চাই, আমরা একটি ইসলামী সংস্কৃতি চাই, ইত্যাদি। তখন আরো কিছু দাবী ছিলো এমন – আমরা একটি ইসলামী অর্থনীতি চাই, আমরা একটি ইসলামি ব্যাংক চাই, ইসলামী বীমা চাই। এগুলো ছিলো সে সময়ের পশ্চিমা দখলদারদের বিরুদ্ধে লড়াই করার একটি পরিভাষা।

কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে, এই “ইসলামী” পরিভাষাটি আসলে সঠিক ব্যবহার হচ্ছে না। যেমন, মুসলিমদের অনেক রাষ্ট্র তাদের রাষ্ট্রের নামের আগে “ইসলামী” পরিভাষাটি লাগিয়ে বলছে যে, আমরা “ইসলামী রাষ্ট্র”। কোনো একটি কোম্পানির শুরুতে “ইসলামী” শব্দ যুক্ত করে বলছে, আমাদের কোম্পানি একটি “ইসলামী কোম্পানি”। আদালতের সামনে “ইসলামী” শব্দটি লাগিয়ে বলা হচ্ছে, আমাদের আদালতে “ইসলামী হুকুম” চলছে। কিন্তু বাস্তবতা হলো, এসের সাথে ইসলামের দূরতম সম্পর্কও নেই। হয়তো তাদের মাঝে সামান্য পরিমাণ ইসলাম আছে, কিন্তু ব্যাপকভাবে তাদের সাথে ইসলামের সম্পর্ক নেই।

এর ফলে ইসলামবিদ্বেষীরা বলা শুরু করলেন, ঐ তো তোমাদের “ইসলামী রাষ্ট্র”, যদি “ইসলামী রাষ্ট্র” এমনি হয়, তাহলে কোথায় তোমাদের বলে আসে সেই আদালত, ইনসাফ, শান্তি, মত প্রকাশের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র? কৈ, কিছুই তো নেই এসব “ইসলামী রাষ্ট্রে”। তার মানে তোমাদের “ইসলামী রাষ্ট্র” এটাই, আর তোমাদের অতীতের কথাগুলো ভুয়া ছিলো। এরপর তোমাদের ঐ “ইসলামী ব্যাংকের” দিকে তাকাও, কোথায় তোমাদের বলে আসা সুদমুক্ত ব্যাংক?”

সুতরাং, আমরা দেখি যে, ইসলামের নাম লাগানো রাষ্ট্র, সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অপারগতা এবং ভুলগুলোও ইসলাম ধর্মের উপরে এসে পড়ছে। এতে ইসলামবিদ্বেষীদের ইসলাম বিরোধিতা শক্তিশালী হচ্ছে।

এ জন্যে আমরা ইসলামী অর্থনীতি না বলে আমরা বলি “প্রাকৃতিক অর্থনীতি”। আল্লাহর সৃষ্টি ঝরনা থেকে প্রবাহিত নির্ভেজাল পানির মতো, অর্থনীতিকে নির্ভেজাল অবস্থায় নিয়ে যাওয়াই আমাদের ইচ্ছা। ঝরনার পানি যেমন ইহুদি-খ্রিস্টান-হিন্দু-মুসলিম সবাই স্বাচ্ছন্দ্যে পান করতে চায়, তেমনি আমাদের অর্থনীতিও সবাই গ্রহণ করতে পারবে।”

সূত্র, Doğal Ekonomi | Ekonomik Krizin Yakın Tarihi, https://www.youtube.com/watch?v=_Q7-LZT40yw, Dakika :58:00

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক