কেন আমাদের সরকার ব্যর্থ?
একজন রিক্সা চালক সারাদিন কষ্ট করে ৫০০ টাকা আয় করেন। দিনশেষে ঘরে যাবার আগে যে ১০০ টাকা দিয়ে চাল-ডাল কিনে নিয়ে যান, সেখানে কমপক্ষে ১০ টাকা সরকারকে দিয়ে যান। আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্যে যে ২০ টাকা মোবাইলে রিচার্জ করেন, সেখান থেকে সরকার কমপক্ষে ২ টাকা নিয়ে যায়। এভাবে, একজন রিক্সা চালক সারাদিন কঠোর পরিশ্রম করে যে টাকা আয় করেন, তা থেকে প্রতিদিন পরোক্ষভাবে ২০ থেকে ১০০ টাকা সরকারকে দিতে দিতে হয়। সরকারের পুলিশ ও গুণ্ডা বাহিনীকেও সরাসরি ২০/৩০ টাকা দিতে হয়।
এই যে একজন নিরীহ রিক্সা চালক প্রতিদিন এতো টাকা সরকারকে দিচ্ছেন, তা কেন দিচ্ছেন? সরকারের কাছে তাঁর চাওয়া কি? কিচ্ছু না। একটু নিরাপদ জীবন।
কিন্তু সরকার কি একজন রিক্সা চালক বা তাঁর সন্তানকে রাস্তায় বের হবার নিরাপত্তা দিতে পেরেছে? অস্বাভাবিক সড়ক দুর্ঘটনা বা অস্বাভাবিক আগুন থেকে রক্ষা করতে পেরেছে? পারেনি। তাহলে আমাদের পরিশ্রমের টাকাগুলো নিয়ে সরকার কি করছে?
একজন রিক্সা চালক বা একজন গার্মেন্টস শ্রমিক এই পৃথিবীতে যদিও সরকারী কর্মকর্তাদেরকে কিছুই বলতে পারছেন না, তবে আখিরাতে প্রতিটি পয়সার হিসাব নিয়ে ছাড়বে।