চোখে যা দেখি, তা-ই বিশ্বাস করি!
চোখে যা দেখি, তা-ই বিশ্বাস করি’ –এমন কথা কতই না শুনেছি আর বলেছি; অথচ কখনও কি ভেবেছি, আমাদের চোখেরও সীমাবদ্ধতা থাকতে পারে! ইমাম আবু হামিদ মোহাম্মদ আল-গাযালি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘মিশকাত আল আনওয়ার’ এর প্রথম ভাগে চোখের সে সীমাবদ্ধতা বা ত্রুটি নিয়ে বিস্তর আলোচনা করেছেন, যা চিন্তা শক্তিকে ভীষণভাবে নাড়া দেয়। সংক্ষেপে তাঁর উল্লেখিত চোখের সাতটি ত্রুটি…
১) চোখ অন্যকে দেখতে পায়, নিজেকে নয়।
২) চোখ অতি নিকটের কিছু দেখতে পারে না, অতিদূরের কিছুও না।
৩) আবরণের পশ্চাতে কি আছে চোখ তা প্রত্যক্ষ করতে পারে না।
৪) চোখ বস্তুর বহির্ভাগ দেখতে পারে, অন্তর্ভাগ নয়; কেবল ছাঁচ আর আকার দেখতে পারে, সত্তা নয়।
৫) যা অস্তিত্বমান চোখ কেবলমাত্র তাঁর এক ভগ্নাংশ দেখে, বস্তুর সব মাত্রা অর্থাৎ ছয় মাত্রা-ই একসাথে দেখতে পারে না।
৬) চোখ শব্দ উপলব্ধি করতে পারে না কিম্বা উপলব্ধি করতে পারে না গন্ধ, স্বাদ, উষ্ণ বা শৈত্যের অনুভূতি।
৭) চোখ বৃহৎ-কে অনুভব করে ক্ষুদ্র রূপে। সূর্যকে দেখে থালার মত আর গ্লাসের সাহায্যে বিন্দুকে দেখে সিন্ধু স্বরূপ।April 22, 2014 at 10:13 PM ·