অজ্ঞতাই এ দেশের ‘বুদ্ধিজীবীদের’ ইসলাম বিদ্বেষী হবার মূল কারণ

অজ্ঞতাই এ দেশের ‘বুদ্ধিজীবীদের’ ইসলাম বিদ্বেষী হবার মূল কারণ। আমাদের দূর্ভাগ্য যে, এ দেশে আমরা এমন কিছু মানুষকে ‘বুদ্ধিজীবী’ হিশেবে পেয়েছি যারা আক্ষরিক অর্থে ইসলাম সম্বন্ধে খুবই অজ্ঞ। শৈশবে তারা এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন যেখানে নৈতিক বা ধর্মীয় শিক্ষার কোনো বালাই ছিলো না। নৈতিক শিক্ষা কিম্বা আধ্যাত্মিক দিগদর্শন কোনো কিছুরই সন্ধান পাননি। ইসলামের সাম্য, ন্যায়নীতি, বিচার পদ্ধতি, ভূমিব্যবস্থা, বিবাহ, পারিবারিক প্রথা –সব কিছুতেই সারা জীবন ছিলেন উদাসীন। দীর্ঘ একটি সময় ইসলাম সম্বন্ধে এমন অজ্ঞ থাকার কারণে তাদের মাঝে একটি ভীতি সৃষ্টি হতে থাকে, আর তারা হয়ে উঠেন প্রতিহিংসাপরায়ণ।

তাঁদের এ অজ্ঞতার জন্যে তাঁরা নিজেরা না যতটা দায়ী তারচেয়ে বেশি দায়ী আমরা, যারা নিজেদের মুসলিম কিম্বা আল্লাহ্‌র খলিফা বলে মনে করি; তারচেয়েও বেশি দায়ী আমাদের সেক্যুলার সমাজব্যবস্থা। আমরা যদি এসব ‘বুদ্ধিজীবীদের’ কাছে কিঞ্চিৎ পরিমাণও কুর’আনের আলো পৌঁছাতে পারতাম তাহলে তাঁরাই হতেন ইসলামের সবচেয়ে সহায়ক শক্তি; যেমনটি হয়েছিলো রাসূলের যুগে।

কিন্তু আমারা প্রায়ই সে সব ‘বুদ্ধিজীবীদের’ কাছে কুর’আনের আলো পৌঁছাতে অক্ষম হই। একে তো আমাদের সম্পর্কে তাঁদের একটি মারাত্মক এলার্জি আছে, তার উপর আবার আমাদের অযোগ্যতা। দু’টি মিলিয়ে তাঁরা আর শৈশবের অজ্ঞতা থেকে ফিরে আসতে পারেন না।

মনে হচ্ছে, ইসলামী চিন্তায় অগ্রসর জ্ঞানী মানুষেরা যত তাড়াতাড়ি এ দেশের বুদ্ধিজীবীদের সাথে কুর’আনের পরিচয় ঘটিয়ে দিতে পারবেন, তত তাড়াতাড়ি তাঁদের ইসলাম বিরোধিতা অবসন্ন হয়ে পড়বে

February 9, 2014 at 10:00 PM ·

আরো পোস্ট