বিশ্ববিদ্যালয় মানেই শ্রমিক (দাস) তৈরির কারখানা

মানুষ চিন্তাশীল প্রাণী, চিন্তা-ভাবনা করতে পারে; এটাই মানুষ আর অন্য সব প্রাণীর মাঝে পার্থক্য করার নিক্তি। কিন্তু তারা যখন চিন্তা-ভাবনা করতে চায় না, বা পারে না, কিম্বা এর মূল্য দেয় না; তখন তারা ঠিক আর মানুষ থাকে না, হয়ে যায় অন্য কিছু।

এ দেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চিন্তার কোনো মূল্যই দেয়া হয় না। যে ধরণের বিশ্ববিদ্যালয়ে চিন্তার চর্চা সবচেয়ে কম তার সামাজিক মূল্য সবচেয়ে বেশি। বিপরীতে, চিন্তার চর্চা বেশি হলে সে বিশ্ববিদ্যালয়ের মূল্য কম। যেমন, বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় –এ তিনের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়েরআপাত মূল্য কম। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সবচেয়ে চিন্তাশীল অনুষদ অর্থাৎ কলা ভবনের মূল্য সবচেয়ে কম দেয়া হয়। এখানে আবার সব বিভাগের মাঝে দর্শনের মূল্য কম।

কী বুঝলাম!!! এ শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি হয় না, তৈরি হয় অন্য কিছু। বিশ্ববিদ্যালয় মানেই শ্রমিক (দাস) তৈরির কারখানা।

March 3, 2014 at 8:01 PM

আরো পোস্ট