নারী পীর জমালনুরের মাথা না ঢাকার কারণ

জামালনুরকে আমার নারী পীর বলে একটু আগে একটা স্ট্যাটাস দেয়ার পরে একজন ভাই আমাকে ইনবক্সে প্রশ্ন করেছেন, জামালনুর যদি পীর হয়ে থাকেন, তাহলে তিনি মাথা ঢাকেন নাই কেন?

এরপর আমি জামালনুরের একটা ভিডিও দেখলাম। সেখানে তিনি বলেছেন, কেন তিনি মাথা ঢাকেন না।

প্রথমত, তিনি বলেন, “পর্দা মানে সৌন্দর্য ঢেকে রাখা। যার যা সৌন্দর্য আছে, সেটা ঢেকে রাখাই তার পর্দা। যেমন ধরুন, আপনার খুব জ্ঞান আছে, তাহলে একজন মূর্খের সামনে আপনার জ্ঞান ঢেকে রাখাই আপনার পর্দা। অথবা, আপনার খুব টাকা-পয়সা থাকলে, সেগুলো দেখিয়ে না বেড়ানোর নামই পর্দা। একইভাবে, নারীর সৌন্দর্য দেখিয়ে না বেড়ানোর নাম-ই পর্দা। পর্দা কেবল মাথা ঢাকার সাথে যুক্ত নয়।”

দ্বিতীয়ত, তিনি বলেন, “ইসলামে পর্দার চেয়ে আখলাক বেশি গুরুত্বপূর্ণ। মাথা ঢেকে রাখা মিথ্যাবাদীর চেয়ে মাথা-খোলা সত্যবাদী নারী অধিক ভালো।”

তৃতীয়ত, তিনি বলেন, “আমার বয়স ৬০ পার হয়ে গিয়েছে। আমি একজন বৃদ্ধা মানুষ। কোর’আনে বৃদ্ধা মানুষের পর্দার বিষয়ে ছাড় দিয়েছে। তাই আমি সে কোর’আনের সেই ছাড় দেয়াটা গ্রহণ করেছি।”

30 November 2019 at 6:21pm

আরো পোস্ট