ফতোয়া ও ইজতেহাদ বিশ্লেষন

ফতোয়া হলো বাজারের রেডিমেড খাবারের মতো। এটা তৈরি হয়েছে শত বা হাজার বছর আগে। ইজতিহাদ হলো তাজা খাবারের মতো, যা তাৎক্ষণিক পাওয়া যায় না। তাজা খাবারের জন্যে যেমন অনেক প্রস্তুতি, সরঞ্জাম ও সময়ের প্রয়োজন হয়, তেমনি ইজতিহাদের জন্যেও অনেক পরিশ্রম, গবেষণা ও সময়ের প্রয়োজন হয়। 

আমরা রান্না করা ভালো খাবারের চেয়ে রেস্টুরেন্টের তৈরি অস্বাস্থ্যকর খাবার খেতে যেমন পছন্দ করি, তেমনি অনেকেই ইজতিহাদ-গবেষণা না করে ফতোয়া দিতে পছন্দ করেন।

Jan 24, 2020, 1:02 PM

আরো পোস্ট