যোগাযোগ (ছড়া)
সামাজিক যোগাযোগ অথবা মানুষের সাথে অতিরিক্ত কথোপকথনের দ্বারা জ্ঞান বাড়ে না। তাই একজন জ্ঞানী কবি বলেছেন –
لقاء الناس ليس يفيد شيئا سوى الهذيان من قيل وقال
فأقلل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حال
“মানুষের সাথে যোগাযোগে নেই উপকার,
আলোচনা হয় যে কেবল, কি হয়েছে কার।
তাই আমার দেখা করার নেই হাহাকার
দেখা করি যখন আমার জ্ঞান দরকার”।