নারী দিবসের লেখা – ১৬

রাসূল (স) বলেন –

لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ، إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ

“নারীদের উপর তোমাদের কোনো কর্তৃত্ব নেই। তবে, তারা যদি প্রকাশ্যে অশ্লীল কোনো কাজে জড়িত হয়, তাহলে ভিন্ন কথা।”

إِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا

“নারীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের উপরও নারীদের অধিকার রয়েছে।”

[সুনানে তিরমিজি, পুরুষের উপর নারীর অধিকার অধ্যায়, খণ্ড – ৩, পৃষ্ঠা – ৪৫৯

8 মার্চ, 2019, 11:56 AM

আরো পোস্ট