“ফকিহ ও মুহাদ্দিস একে অপরের পরিপূরক”
ফকিহগণ হলেন ডাক্তারের মতো, আর মুহাদ্দিসগণ হলেন ঔষধের ফার্মেসীর মতো। ফকিহগণ জানেন যে, কোন হাদিসকে কীভাবে ব্যবহার করতে হবে, কিন্তু ফকিহদের কাছে খুব বেশি হাদিসের সংগ্রহ থাকে না। অন্যদিকে, মুহাদ্দিসদের কাছে অনেক হাদিস সংগ্রহে থাকলেও কোন হাদিসকে কোন সমস্যার জন্যে ব্যবহার করতে হয়, তা মুহাদ্দিসরা ভালো জানেন না।
ডাক্তারদেরকে যেমন ফার্মেসির উপরে নির্ভর করতে হয়, তেমনি ফার্মেসিকেও ডাক্তারদের উপরে নির্ভর করতে হয়। একইভাবে ফকিহ ও মুহাদ্দিস একে অপরের উপর নির্ভর করতে হয়।