আহলে কিতাবদের সাথে বিতর্কের স্বরূপ ও স্রষ্টার সন্তুষ্টি
ইবনে রুশদের প্রচেষ্টায় ভুল ও নির্ভুলতা যাই থাকুক, দর্শন ও দার্শনিকদের উপর যে বৈরিতা ও নিগ্রহ হয়েছে, ইসলামে তার বৈধতা কোথায়? ইসলাম তো আমাদের নির্দেশ দেয়, আহলে কিতাবদের সাথে সর্বোৎকৃষ্ট বিতর্কের। বিশ্ব ও সৃষ্টি জগত নিয়ে চিন্তা করতে প্রবুদ্ধ করে। মুক্তচিন্তকদের সাথে অন্যেরা যা করেছে, কুফুর ও নাস্তিক্যবাদের শূলে যেভাবে তাদের বিদ্ধ করেছে, তাতে অন্য কিছু থাকলেও প্রতিপালকের সন্তুষ্টি নেই।
Updated Jan 27, 2020, 12:57 PM