নারী দিবসের লেখা – ১৫
কোনো একটা ঘটনা ঘটলেই ধার্মিক পুরুষদেরকে দেখি নারীদের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অস্থির হয়ে পড়েন।
কিন্তু কোর’আনে বলা হয়েছে, নারীদের বিষয়ে ফতোয়া দেয়ার মালিক একমাত্র আল্লাহ।
________
আল্লাহ তায়ালা বলেন –
وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ
“তারা তোমাকে নারীদের বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করে। তুমি বল, আল্লাহ-ই নারীদের বিষয়ে তোমাদেরকে ফতোয়া দিতে পারেন”। [সূরা ৪/নিসা – ১২৭]
________
নারীদের বিষয়ে ফতোয়া দেয়ার একমাত্র মালিক আল্লাহ। তিনি নারীদের বিষয়ে যা বলেছেন তা থেকে একটুও বেশি বাড়িয়ে বলা আমাদের উচিত নয়।
8 মার্চ, 2019, 11:55 AM