একটি সভ্যতা পতনের কারণ – ইবনে খালদুন
ইবনে খালদুনের মতে যে কোনো সভ্যতা পতনের কারণ-
১। বিলাসিতা ও প্রাচুর্যের মধ্যে নিমজ্জিত হওয়া। সমাজের ধনীরা নিজের বিলাসিতাকে ঠিক রাখার জন্যে অন্যদেরকে সাহায্য করার মানসিকতা হারিয়ে ফেলে। ফলে, সমাজের মধ্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটে, এবং একতাবদ্ধতা হারিয়ে যায়।
২। দুর্নীতি, অসৎ চরিত্র বা চারিত্রিক দুর্বলতা। এর ফলেই হীনমন্যতার সৃষ্টি হয়।
৩। হীনমন্যতা ও অন্য জাতির প্রতি আনুগত্য। এর ফলে, শত্রুর মোকাবেলায় নিজে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলে।
৪। জুলুম। এর ফলে যে কোনো সমাজ নীতিহীন হয়ে পড়ে।
১১/১০/২০১৮