রিথিংকিং ইসলাম ইন পোস্টমর্ডান টাইমস – বুক রিভিউ
লেখক Manwar Shamsi সাখাওয়াতের একটি বই পড়লাম। রিথিংকিং ইসলাম ইন পোস্টমর্ডান টাইমস। বইটির নাম ইংরেজি হওয়ায় প্রথমে ভেবেছিলাম বইটা কোনো ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ। কিন্তু পরে ভিতরে পড়ে দেখলাম, না, বইটি বাংলায় লেখা একটি বই, অনুবাদ নয়। এ বইয়ে এতো বেশি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে যে, শুরুর দিকে বইটা পড়তে অনুবাদের মতোই মনে হয়েছে।
যাই হোক, বইটা পড়ে মোটা দাগে কয়েকটি বিষয় বুঝলাম।
১) এ বইয়ে মুসলিম উম্মাহকে এক করার পন্থা বলা হয়েছে। আর সে পন্থা হলো, প্রত্যেক দল অন্য দলকে সম্মান করে কথা বলা। “কেবল নিজে সত্য, আর অন্য সবাই ভুল” – এই ধারণা দূর করাই মুসলিম উম্মাহর ঐক্য গড়ার পদ্ধতি। ২০০৯ সালে জর্ডানে একটি অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম উপরোক্ত বিষয়ে একমত হয়েছিলো। বিস্তারিত – https://ammanmessage.com/grand-list-of-endorsements-of-the-amman-message-and-its-three-points/
২) লেখক এই বইয়ে ওহী ও বুদ্ধির দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেছেন। ইবনে তাইমিয়ার মাধ্যমে দেখিয়েছেন যে, ওহী ও বুদ্ধির মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই।
৩) কেবল পশ্চিমা দার্শনিকদের চিন্তা গ্রহণ করলেই হবে না, একইসাথে মুসলিম দার্শনিক, সূফী ও স্কলারদেরকে পড়ার গুরুত্ব দেয়া হয়েছে এই বইয়ে।
৪) মাদ্রাসার শিক্ষার সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে।
৫) বাঙালি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদের সমন্বয় করা হয়েছে। যেমন লেখক বলেছেন –
“মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিষয় থেকে শুরু করে সুলতান মাহমুদ গজনবির উত্তর-পশ্চিম ভারত বিষয়, বখতিয়ার খলজির বঙ্গ বিজয় হয়ে কায়েদে আজম মুহম্মদ আলি জিন্নাহ কর্তৃক পাকিস্তান আদায় এবং তারপর শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশ প্রতিষ্ঠা – দক্ষিণ এশিয়ার মুসলিম ইতিহাসের এই পালাবদলগুলোকে দেখবে জালিমের বিরুদ্ধে মজলুমের ক্রমাগত সংগ্রামের একেকটি পর্ব হিসেবে।
এই সংগ্রামের প্রথম তিনটি পর্ব ছিল মুশরিকদের বে-ইনসাফি শাসন থেকে উত্তর ভারত ও বঙ্গকে ইসলামী ইনসাফ ও ইহসানের শান্তিময় ছায়ার নীচে নিয়ে আসার সংগ্রাম। চতুর্থটি ছিল ব্রিটিশ উপনিবেশোত্তর আজাদি অর্জনের কালে সংখ্যালঘিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বে-ইনসাফি থেকে রক্ষা করার উদ্দেশ্যে পরিচালিত পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম। আর শেষেরটি হলো পাকিস্তানের জালিম শাসকশ্রেণীর জাতিগত বে-ইনসাফির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মজলুম জাতির বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম।
ইতিহাসের এই নতুন ডিসকোর্স ও ডিকন্সট্রাকশনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ইসলামের ইতিহাসে অর্গানিকভাবে কানেক্ট করা যায়। আরব উপদ্বীপ থেকে উদ্ভূত হয়ে ইসলামি উম্মাহ উত্তর দিক থেকে বাইজান্টাইন সাম্রাজ্য, পশ্চিম দিকে উত্তর আফ্রিকা ও স্পেন, আর পূর্ব দিকে পারস্য, মধ্য এশিয়া ও ভারতে সম্প্রসারিত হবার যে মহান ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্থাপন করা যায়।“
৬) এই বইয়ে এতো বেশি বিষয় নিয়ে কথা বলা হয়েছে যে কোনো স্তরের পাঠক এ বই থেকে কিছুটা হলেও উপকৃত হবেন।