আকল ও হাওয়া বুঝার কিছু উপায়
মানুষ খারাপ কাজ করলেও তার পিছনে একটি যুক্তি দাঁড় করায়। এমন যুক্তিকে কোর’আনে হাওয়া (هواء) বা প্রবৃত্তি বলা হয়। হাওয়া হলো আকলের বিপরীত। হাওয়া বা প্রবৃত্তি হলো খারাপ কাজের উৎস, আর আকল বা বুদ্ধি হলো ভালো কাজের উৎস।
কোনো কাজ আকল বা বুদ্ধির চাহিদা অনুযায়ী করা হয়েছে, নাকি, হাওয়া বা প্রবৃত্তির চাহিদা অনুযায়ী করা হয়েছে, এটা অনেক সময় আমরা বুঝি না। কারণ, আমরা মনে করি, উভয় কাজের পিছনেই যুক্তি আছে। কিন্তু আসলে আকল ও হাওয়া বুঝার অনেক উপায় রয়েছে।
১) আকল দ্বারা উৎসাহিত কাজ মানুষের সামনে প্রকাশ করা যায়। কিন্তু হাওয়া দ্বারা উৎসাহিত কাজ মানুষের সামনে প্রকাশ করা যায় না।
২) যে কাজে সমাজের সকলের স্বার্থ থাকে, সেটি আকলের কাজ। আর যে কাজে কেবল ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ থাকে, সেটা প্রবৃত্তির কাজ।
৩) যে কাজে জ্ঞানীদের সমর্থন থাকে, সেটা আকলের কাজ। আর যে কাজে জ্ঞানীদের সমর্থন থাকে না, সেটি প্রবৃত্তির কাজ।
আল কোর’আনে আকল বা বুদ্ধিকে সর্বদা ইতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে; এবং হাওয়া বা প্রবৃত্তিকে সর্বদা নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। আল কোর’আনের মতে, যাদের জ্ঞান আছে, তারা আকলের অনুসরণ করে, এবং ভালো কাজ করে। আর যাদের জ্ঞান নেই, তারা প্রবৃত্তির অনুসরণ করে, এবং খারাপ কাজ করে। অতঃপর, প্রবৃত্তির অনুসরণ করতে করতে মানুষ এক সময় জালিম বা অত্যাচারী হয়ে উঠে।
উপরোক্ত কথাগুলোর একটি সারমর্ম পাবো আমরা নিচের আয়াতে। আল্লাহ বলেন –
بَلِ اتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا أَهْوَاءَهُم بِغَيْرِ عِلْمٍ فَمَن يَهْدِي مَنْ أَضَلَّ اللَّهُ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
“যারা জুলুম করে, তারা জ্ঞানের অভাবে তাদের প্রবৃত্তির অনুসরণ করে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কে বোঝাবে? তাদের কোন সাহায্যকারী নেই। [সূরা ৩০/রূম – ২৯]
শেষ কথা হলো, খারাপ কাজকে বৈধতা দেয়ার জন্যে আমরা যে যুক্তি খুঁজি, সেটাকে আকল বলা হয় না, বরং সেটাকে হাওয়া বা প্রবৃত্তি বলা হয়।
11 December 2019 at 1:25pm