“ইবাদাত কবুলের পূর্ব শর্ত হলো হালাল ও বিশুদ্ধ খাবার”

খাদ্যে ভেজাল দেয়া, ফলমূল-শাকসবজিতে ফরমালিন দেয়া, গরু-ছাগল ও ফার্মের মুরগি দ্রুত বড় হবার জন্যে তাদেরকে ইনজেকশন দেয়া বা ঔষধ খাওয়ানো, কৃষিবীজে প্রাণীর জিন ঢুকিয়ে জেনেটিক্যাললি মোডিফাইড ফুড বাজারজাত করা সহ এ জাতীয় যাবতীয় কাজকে কোর’আনে নিষেধ করা হয়েছে।

মুনাফিক ও কাফিরদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন –

“যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু নিপাতের চেষ্টা করে। আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না।” [সূরা বাকারা – ২০৫]

রাসূল (স) বলেন, ইবাদাত কবুলের পূর্ব শর্ত হলো হালাল ও বিশুদ্ধ খাবার। [মুসলিম, জাকাত, ৬৫]।

ইবনে খালদুনের মতে, আমরা তাই, যা আমরা খাই। আমাদের যাবতীয় আচার-আচরণ ও আমাদের সুস্থতা খাবারের উপর নির্ভর করে।

ইসলামে খাবারের প্রতি এতবেশি সচেতন করার পরেও, আমাদের দেশে আমরা যা পাই, তাই খাই। কোর’আনের মতে, কোনো খাবার কেবল হালাল হওয়াই যথেষ্ট নয়, খাবারটি বিশুদ্ধও হতে হবে। [সূত্র – বাকারা, ১৬৮]

তাই, কোনো কিছু খাওয়ার পূর্বে আমাদের অন্তত দুটি জিনিস চিন্তা করা উচিত। ১) খাবারটি হালাল কিনা? ২) খাবারটি স্বাস্থ্যকর ও বিশুদ্ধ কিনা?

9 December 2019 at 3:22pm

আরো পোস্ট