দর্শন, ফিলোসফি ও মুসলিম সূফিগণ

দর্শন শব্দের সাথে মুসলিম সূফীদের যত সম্পর্ক, ফিলোসফি (philosophy) শব্দের সাথে তত সম্পর্ক নেই।

ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শন মানে বস্তু যেমন আছে, ঠিক তেমনিভাবে দেখা।

সূফীদের একটি প্রসিদ্ধ দোয়া হলো –

اللَّهُمَّ أَرِنَا الْحَقَّ حَقًّا وَأَلْهِمْنَا اتِّبَاعَهُ، وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا، وَأَلْهِمْنَا اجْتِنَابَهُ. 
[شرح مذاهب أهل السنة لابن شاهين ص: 36]

“হে আল্লাহ, সত্যকে সত্য হিসাবে দেখাও, এবং সে সত্যকে অনুসরণ করার তাওফিক দাও। মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখাও, এবং মিথ্যা থেকে দূরে থাকার তাওফিক দাও।”

ফিলোসফিতে ইন্দ্রিয় থেকেও বুদ্ধিকে বেশি গুরুত্ব দেয়া হয়; কিন্তু দর্শনে বুদ্ধির চেয়েও ইন্দ্রিয়কে বেশি গুরুত্ব দেয়া হয়। কারণ, দর্শন মানে দেখা, যা চোখের সাথে সম্পর্কযুক্ত।

সুফিদের নিকট বুদ্ধি চর্চার চেয়ে সত্যকে দেখা বেশি গুরুত্বপূর্ণ। ফলে, সূফীদের নিকট ফিলোসফির চেয়েও দর্শন বেশি প্রিয় শব্দ।

ফিলোসফিতে জ্ঞানটাই প্রধান, সত্যটা মুখ্য নয়। কিন্তু দর্শনের ক্ষেত্রে বস্তু যেমন আছে, ঠিক তেমনি বস্তুকে দেখাটা মুখ্য বিষয়।

কেউ কেবল জ্ঞানের জন্যে জ্ঞান অর্জন করলেই সেটাকে ফিলোসফি বলা হয়। কিন্তু, দর্শন হলো জীবনের প্রয়োজনে দেখা। সুফিরা সত্যকে দেখতে চায় তা অনুসরণ করার জন্যে, কেবল জানার জন্যে নয়। সুফিদের সত্য দেখার চেষ্টাকে বাংলা ‘দর্শন’ শব্দটি দিয়ে যতটা বুঝা যায়, ইংরেজি ‘ফিলোসফি’ শব্দ দিয়ে ততটা বুঝা যায় না।

5 November 2019 at 5:27pm

আরো পোস্ট