দাম্পত্য জীবনে সুখী হবার সূত্র

দাম্পত্য জীবনে সুখী হবার সূত্র

রাসূল (স) বলেন –

وعن أبي هريرة رضي الله عنه قال ‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏”‏لا يفرك مؤمن مؤمنة إن كره منها خُلقا رضي منها آخر‏”‏ أو قال ‏:‏ ‏”‏غيره‏”‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

আবু হোরায়রা (রা) হতে বর্ণিত, রাসূল (স) বলেন, “একজন ইমানদার পুরুষ কখনো তাঁর ইমানদার স্ত্রীকে ঘৃণা করে না। যদি তোমার কাছে স্ত্রীর একটি আচরণ খারাপ লাগে, তাহলে তোমার স্ত্রীর অন্য একটি আচরণ খুঁজে দেখো, যা তোমার ভালো লাগে।” [সহীহ মুসলিম, ১/২৭৫]

এ হাদিস থেকে কয়েকটি অনুসিদ্ধান্ত।

১) স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হবে কি হবে না, তা স্ত্রী নয়, বরং স্বামী-ই নির্ধারণ করে। অর্থাৎ, স্ত্রী খারাপ আচরণ করবে, এটা ধরেই নিতে হবে। কিন্তু স্ত্রীর খারাপ আচরণের কারণে স্বামী তাঁর সাথে খারাপ আচরণ করতে পারবে না; বরং স্ত্রীর ভালো কাজগুলোর কথা স্মরণ করে স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এখানে ধৈর্য ধারণ করে থাকার কাজটা স্ত্রীর নয়, বরং স্বামীর কাজ।

২) ভালোবাসার ক্ষেত্রে নারীরা সাধারণ নিষ্ক্রিয় থাকে; এ জন্যে পুরুষদেরকে বেশি সক্রিয় হতে হয়। স্বামীর ভালো কাজগুলো স্ত্রী খুঁজে খুঁজে বের না করলেও, স্ত্রীর ভালো ভালো কাজগুলো খুঁজে খুঁজে বের করা স্বামীর দায়িত্ব; এবং প্রয়োজনে চোখের সামনে স্ত্রীর ভালো কাজগুলোর লিস্ট করে রাখাও স্বামীর দায়িত্ব।

12 September 2019 at 8:28pm

আরো পোস্ট