নারী স্বাধীনতা

গত ৫০ বছরে নারী স্বাধীনতার কী পরিমাণ অধঃপতন ঘটেছে তা কল্পনা করলে আঁতকে উঠতে হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে, এখনকার নারীরা স্বাধীন –স্বামীর নিকট, সমাজে বা রাষ্ট্রে; কারণ তারা পুঁজিবাদের বাজারে আসতে পারে। কিন্তু ৫০/৬০ বছর আগেও এ অঞ্চলের নারীরা যে-স্বাধীনতার চর্চা করেছে, এখন তা আর পারছে না।

৭০-এর দশকের পুরাতন পত্রিকাগুলোতে দেখেছি, হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানে একজন পুরুষও নেই; তারা প্রয়োজনও বোধ করছে না। অথচ গত বছরগুলোতে এমন কোনও নারী মিছিল বা আন্দোলন দেখিনি, যেখানে নারীরা পুরুষের সাহায্য ছাড়া কোনও কিছু করতে পেরেছে।

বলছি না, এটা খারাপ কি ভালো। প্রশ্নটা হল, বাংলাদেশের নারীবাদীরা আসলে কি নারীদের জন্যে কিছু করতে পেরেছে? না নারীদেরকে সমাজে আরও অসহায় করে তুলেছে? তারা কি কিছুটা সফল, না সম্পূর্ণ ব্যর্থ? ‘নারীর ক্ষমতায়ন’ বলে রাষ্ট্র ও মিডিয়া যে-জিকির তুলছে, তা-যে সুস্পষ্ট নারীর সাথে প্রতারণা; -এটা কি নারীবাদীরা বুঝতে পেরেছেন?

জবাবগুলো খুঁজতে খুব দূরে যেতে হবে না। সাম্প্রতিক সময়ে পুরুষ, পুলিশ ও রাষ্ট্র কর্তৃক নারী নির্যাতনের ঘটনাগুলো বিশ্লেষণ করলেই হবে।

May 10, 2015 at 10:16 PM ·

আরো পোস্ট