মানুষকে ‘কথা বলতে পারা প্রাণী’ বলার মানে কি?
মানুষকে বলা হয় ‘হাইওয়ানে নাতেক’ বা ‘কথা বলতে পারা প্রাণী’। কিন্তু আমরা জানি, মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী কথা বলতে পারে, এবং একে অপরের মাঝে ভাব বিনিময় করতে পারে। তাহলে মানুষকে আলাদা করে ‘কথা বলতে পারা প্রাণী’ বলার মানে কি?
ইবনুল আরাবী এ প্রশ্নের উত্তরে বলেন, মানুষ হলো পৃথিবীর রূহ। রূহ যেমন একজন মানুষকে গতি দান করে, এবং মানুষকে অর্থবহ ও প্রয়োজনীয় করে তোলে; তেমনি মানুষও পৃথিবীকে অর্থবহ করে তোলে। পৃথিবীতে যতদিন সত্যিকারের মানুষ থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যখন পৃথিবীর সত্যিকার মানুষগুলো মরে যাবে, অর্থাৎ, যখন পৃথিবীর রূহ চলে যাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
পৃথিবীকে বা পৃথিবীর সকল প্রাণী ও বস্তুকে অর্থবহ করে তোলা বা তাদেরকে ভাষা প্রদান করাই মানুষের কাজ। এ জন্যে মানুষকে হাইওয়ানে নাতেক বা কথা বলা প্রাণী বলা হয়।
6 September 2019 at 1:21pm