নেতৃত্বের গুণাবলী
এরদোয়ানকে একজন তরুণ ছাত্র প্রশ্ন করেন, “ভবিষ্যৎ পৃথিবীকে ভালো নেতৃত্ব দেয়ার জন্যে আপনি আমাদেরকে কি পরামর্শ দিবেন?
এরদোয়ান বলেন – “চারটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ১ – পড়াশুনা, ২ – চিন্তা করা, ৩ – কাজে বাস্তবায়ন করা, এবং ৪ – বাস্তবায়িত কাজের ফলাফলকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা।
প্রথমত অনেক পড়াশুনা করতে হবে, কিন্তু পড়াশুনাই করেই ক্ষান্ত হওয়া যাবে না। পড়াশুনার বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে। এরপর, কেবল কেবল চিন্তা-ভাবনা করাই যথেষ্ট নয়, এসব চিন্তা-ভাবনাকে জীবনে প্রয়োগ ঘটাতে হবে। চিন্তা-ভাবনাগুলোকে কেবল কাজে বাস্তবায়ন করাই যথেষ্ট নয়, এরপর এসব কাজের ফলাফল কি হলো, তা হিসাব-নিকাশ করতে হবে। এরপরেই সফলতা আসবে। এ সূত্র থেকে কখনো বের হয়ে গেলে হবে না। আমি বিশ্বাস করি, আমাদের তরুণরা যদি সঠিকভাবে এই সূত্র মেনে চলে, তাহলে তারা অনেক বড় সফলতা পাবে।
একইসাথে আমি কবি মোহাম্মদ আকিফের একটা কবিতা যুক্ত করছি,
‘বড় বড় কথা বলো না, বেশি বেশি কথা বলো না, সাহস রাখবে মনে,
অযথা কথা ও পেট মোটা (অর্থাৎ মাথা মোটা) ব্যক্তিদের কথা শুনো না,
সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলবে, এবং সত্য বলবে।”
20 মার্চ, 2019, 3:25 PM