এরদোয়ানের সাথে অন্য রাজনৈতিক দলের নেতাদের পার্থক্য হলো

এরদোয়ানের সাথে অন্য রাজনৈতিক দলের নেতাদের পার্থক্য হলো, এরদোয়ান ক্রিয়াশীল, অন্যরা প্রতিক্রিয়াশীল।

যেমন,

১) এরদোয়ান প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্যে ক্লাসরুমকে ডিজিটাল করেছেন। বিরোধীরা বলছেন, শিশুদেরকে অলস বানিয়ে ফেলছেন এরদোয়ান।

২) এরদোয়ান বড় বড় সেতু ও রাস্তাঘাট করেছেন। বিরোধীরা বলছেন, এরদোয়ান বিদেশী কোম্পানি দিয়ে কাজ করাচ্ছেন।

৩) এরদোয়ান প্রতিটি শহরে বড় বড় হাসপাতাল করেছেন। বিরোধীরা বলছেন, এতো বড় হাসপাতাল করছে, কিন্তু ডাক্তারের অভাব। রোগী বেশি হলে ডাক্তাররা ঠিক মতো চিকিৎসা দিতে পারবেন না।

এভাবে, এরদোয়ানের করা প্রতিটি কাজের সমালোচনা করছেন বিরোধী পক্ষ। তাই, সম্প্রতি এরদোয়ান বলেছেন, “আপনারা আমার বিরোধিতা না করে, আপনারা জনগণের জন্যে কি করবেন, তা জনগণকে বলুন”।

বাংলাদেশী ইসলামপন্থীদের জন্যে শিক্ষণীয় হলো, কেবল হাসিনার বিরোধিতা না করে, নিজেরা জনগণের জন্যে বর্তমানে কী করছেন, এবং ভবিষ্যতে কী কী করবেন, তা বলুন।।

_____
সূত্র

১। সরকারী টেলিভিশনে এরদোয়ান-বিরোধী ইসলামপন্থী সাদাত পার্টির আমিরের ১ ঘণ্টা ৪০ মিনিটের বক্তব্য।
Teke Tek – 6 Mart 2018 (Temel Karamaollaoğlu)
https://www.youtube.com/watch?v=fIV1qM81Iks&t=3308s

২। এরদোয়ানের বক্তব্য।
Reis, Erdoğan’ı Yıkma İttifakına Meydan Okudu!
https://www.youtube.com/watch?v=xbSw-S8PxS4

5 May 2018 at 19:25 

আরো পোস্ট