পুঁজিবাদ তথা শ্রমের মর্যাদা
করোনাভাইরাসের কারণে গরিবদের চেয়ে ধনীরা বেশি চিন্তিত। গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ভীত। এর অনেক কারণ আছে।
এতদিন গ্রামের গরিব মানুষরা শহরের ধনী মানুষদের জন্যে গ্রাম থেকে চাল-ডাল ও শাকসবজি নিয়ে আসতেন। গ্রামের মানুষরা শহরে এসে ধনী মানুষদের জন্যে পোশাক তৈরি করে দিতেন, ঘরবাড়ী বানিয়ে দিতেন। এটা ছিলো আল্লাহর পক্ষ থেকে ধনী মানুষের জন্যে একটা নিয়ামত।
কিন্তু পুঁজিবাদী মানুষরা আল্লাহর এই নেয়ামতের মূল্য দিতো না। কৃষকদের কঠিন শ্রমে উৎপন্ন করা চাল-ডাল ও শাকসবজিকে পুঁজিবাদীরা অল্প দামে কিনে নিতো। পোশাক-শ্রমিকদের দিয়ে ভালো ভালো পোশাক তৈরি করে নিতো, কিন্তু তাদেরকে তাদের শ্রমের সঠিক মূল্য দিতো না। পুঁজিবাদীরা মনে করতো, কৃষকদের থেকে খাদ্য পাওয়া সহজ, শ্রমিকদের খাটিয়ে পোশাক পাওয়া সহজ, নিজের জন্যে ঘর বানানো সহজ। তাই তারা কৃষক-শ্রমিকদের শ্রমের মূল্য দিতো না।
এক কথায়, পুঁজিবাদীদের খাদ্য, বস্ত্র ও বসবাসের সব সুবিধা করে দিতেন গ্রামের গরিবরা। এখন গরিবরা সব শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছেন। যদি করোনাভাইরাসের আক্রমণ দীর্ঘস্থায়ী হয়, তাহলে গরিবদের চেয়ে বেশি অসহায় হয়ে পড়বে ধনীরা। কিছুদিন পরে শহরগুলোর গুদামে জমানো খাদ্য শেষ হয়ে যাবে, ধনীদের গায়ের জামা পুরাতন হয়ে যাবে। তখন ধনীরা করবে কী?
গরীবরা জীবন বাঁচানোর জন্যে আর কিছু না হোক নদী-নালা-খাল-বিল থেকে একটা মাছ ধরে খেতে পারবে, বাড়ির পাশের মাঠ থেকে শাক-সবজি তুলে খেতে পারবে; শহরের লোরেরা খাবে কী? কেবল টাকা থাকলেই তো আর ঢাকা শহরে ধান চাষ করা যাবে না। ফলে শহরের ধনী ও পুঁজিবাদীরা এখন খুব ভীত হয়ে পড়ছে।
পুঁজিবাদী শহর ব্যবস্থার এ বিষয়টাকে কোরআন খুব সুন্দর করে তুলে ধরেছে। আল্লাহ বলেন –
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ [١٦:١١٢]
“আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে প্রচুর জীবনোপকরণ আসত। অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের (বা শিল্প-কারখানার কাজের) কারণে তাদেরকে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন।” [সূরা ১৬/নাহল-১১২]
এ আয়াতে স্বাভাবিক কৃতকর্মের কথা বলা হয়নি। বলা হয়েছে يَصْنَعُونَ । আরবিতে শিল্প-কারখানাকে বলা হয় – صَنْعَةَ। অর্থাৎ, শিল্প-কারখানা সম্পর্কিত অন্যায় কাজকর্মের কারণেই ঐ জনপদকে আল্লাহ ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করিয়েছিলেন।
গরিব মানুষেরা শহরবাসীদের জন্যে আল্লাহর নেয়ামত। ধনীদের বুঝা প্রয়োজন, তাদের জীবন পরিচালনার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরবরাহ করে গরিব মানুষেরা। ধনীরা গরিবদেরকে কিছুই সরবরাহ করতে পারে না, কেবল বিনোদন ছাড়া। একজন মানুষ বিনোদন ছাড়া বেঁচে থাকতে পারলেও খাবার ছাড়া বেঁচে থাকতে পারবে না। গরিবদের জন্যে বড়লোকদের সাহায্য যতটা প্রয়োজন, তার চেয়ে হাজারগুণ বেশি প্রয়োজন বড়লোকদের জন্যে গরিবদের সাহায্য। এটা পুঁজিবাদীরা যত দ্রুত বুঝতে পারবে, তত দ্রুত তারা বর্তমান সংকট, ভয়ভীতি ও ক্ষুধা থেকে মুক্তি পাবে।
6 April 7:44pm