শিরোনামহীন মুক্তিযুদ্ধ (ছড়া) আগস্ট ৩০, ২০১৯ পড়তে সময় লাগবে < 1 মিনিট মুক্তিযুদ্ধ আমাদের রন্ধ্রে রন্ধ্রে, মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ কখনো হয় না শেষ আদম থেকে পৃথিবীর শেষ সব মানুষ মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ চলবে ও চলছে। এখনো মানুষ হচ্ছে ক্ষুব্ধ, এখনো চলছে মুক্তিযুদ্ধ।