পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অন্যকে কাফের বলা

পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো এক মুসলিম অন্য মুসলিমকে কাফির ও বিদয়াতি ফতোয়া দেয়া।

যেমন ধরুন, আপনি শবে বরাত পালন করবেন, নাকি পালন করবেন না, সেটা পরের কথা। এ বছর আপনি যদি ২০ তারিখের পরিবর্তে ২১ তারিখে পালন করেন, তাহলেও নাকি আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন।

কমেন্টে লিঙ্ক দিচ্ছি, একজন লিখেছেন –

//২০শে এপ্রিলের পরিবর্তে যারা আগামী ২১শে এপ্রিল শবে বরাত পালন করবে তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করার কারণে উম্মত থেকে খারিজ হয়ে যাবে । নাউযুবিল্লাহ !!//

কাউকে কাফের বানিয়ে দেয়ার মতো এতো সহজ কাজ পৃথিবীতে অন্য কিছু নেই।

আরো পোস্ট