এমন অনেক কিছুই আছে, যা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নি, কিন্তু তা আমরা বিশ্বাস করি
“বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করলেই তোমরা বল, ‘এটি তো কোর’আনে আছে’। কিন্তু তার আগে তো তোমরা কিছু বলতে পার না।”
– এ অভিযোগটি অনেকেই করে থাকেন। কিন্তু, এটি সম্পূর্ণ একটি ভুল অভিযোগ।
যেমন, দেখুন। ভিন্ন গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নি। কিন্তু আমরা বিশ্বাস করি, পৃথিবী ছাড়া ভিন্ন গ্রহেও হাঁটতে পারে এমন প্রাণী রয়েছে।
আল্লাহ বলছেন –
وَمِنْ ءَايَـٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٍۢ ۚ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَآءُ قَدِيرٌۭ
“তাঁর অন্যতম একটি নিদর্শন তিনি আসমানসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। এবং উভয়ের মধ্যে তিনি জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এ সবগুলোকে একত্রিত করতে সক্ষম।” [সূরা ৪২/শূরা – ২৯]
এ আয়াতে স্পষ্ট যে, আল্লাহ তায়ালা পৃথিবীর বাইরে ভিন্ন গ্রহে জীব-জন্তু সৃষ্টি করেছেন। বিজ্ঞান এখনো তা আবিষ্কার করতে না পারলেও আমরা তা বিশ্বাস করি। ভবিষ্যতে যে দিন বিজ্ঞান তা আবিষ্কার করতে পারবে, সে দিন কেউ যদি বলে, এটা কোর’আনে অনেক আগেই ছিল, তাহলে তাতে সমস্যা কি?
এমন অনেক কিছুই আছে, যা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নি, কিন্তু তা আমরা বিশ্বাস করি।
July 14, 2017 at 12:36 PM