আল্লাহর সাথে মানুষের সম্পর্কের নানা দিক
ধর্মের মূল কাজ হলো আল্লাহ ও মানুষের মাঝে সম্পর্ক সৃষ্টি করা। কীভাবে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি করা যায়, এ নিয়ে মুসলিমদের বিভিন্ন ধারা বিভিন্নভাবে চিন্তা করেছেন।
ইসলামের প্রাথমিক যুগের স্কলার হাসান আল বসরী আল্লাহ ও মানুষের সম্পর্ক তৈরি করেছেন রহমত বা দয়া এর উপর ভিত্তি করে।
মুতাযিলা স্কুল আল্লাহ ও মানুষের সম্পর্ক করেছেন আদালত এর উপর ভিত্তি করে।
আশয়ারী স্কুল আল্লাহ ও মানুষের সম্পর্ক করেছেন ইরাদা বা ইচ্ছা ও কুদরত এর উপর ভিত্তি করে।
মাতুরিদি স্কুল আল্লাহ ও মানুষের সম্পর্ক করেছেন হিকমত এর উপর ভিত্তি করে।
সুফীরা আল্লাহ ও মানুষের সম্পর্ক করেছেন ভালোবাসা ও প্রেম এর ভিত্তিতে।
আধুনিক সময়ে কিছু মতাদর্শ আল্লাহ ও মানুষের সম্পর্ক করেছেন কেবল হুকুম-আহকাম এর ভিত্তিতে।
এগুলোর কোনোটি আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার একমাত্র উপায় নয়, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক করার বহু উপায় আছে।