কোরআন ও ঈসা আ
মুসলিমদের কাছে কোরআন হলো আল্লাহর কালাম, আর খ্রিস্টানদের কাছে ঈসা আ হলেন আল্লাহর কালাম। মুসলিমদের মতে কোরআন নাযিল হয়েছে এমন নবীর উপর, যিনি লিখতে জানেন না; খ্রিস্টানদের মতে ঈসা আ এসেছেন এমন নারীর গর্ভে, যাকে কোনো পুরুষ স্পর্শ করেননি।
মুসলিমদের কাছে কোরআন হলো আল্লাহ ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যম, আর খ্রিস্টানদের কাছে ঈসা আ হলেন আল্লাহ ও মানুষের মাঝে সম্পর্কের মাধ্যম। মুসলিমদের নিকট কোরআন মানুষের মতো সৃষ্টিও নয়, আবার স্রষ্টার মতো স্রষ্টাও নয়, তেমনি খ্রিস্টানদের মতে ঈসা আ সাধারণ মানুষের মতো সৃষ্টিও নয়, আবার স্রষ্টার মতো স্রষ্টাও নয়।
মুতাযিলাদের মতে, কোরআন ও ঈসা উভয়-ই আল্লাহর সৃষ্টি।