তাইমিয়াপন্থী বা মওদুদীপন্থী হবার সমস্যা কী?
“আমরা মুসলিম-সন্তানরা আমাদের সভ্যতার ইতিহাস ভালোভাবে জানি না। এ কারণে আমরা ব্যক্তিকে কেন্দ্র করে পড়াশুনা করি। কেউ কেউ কেবল ইবনে তাইমিয়াকে নিয়ে পড়ে থাকে, এবং ইবনে তাইমিয়াপন্থী হয়ে যায়। কেউ কেউ ইবনে আবদুল ওহাবকে নিয়ে পড়ে থাকে, এবং ওহাবীপন্থী হয়ে যায়। কেউ কেউ আল্লামা মওদুদী নিয়ে পড়ে থাকে, এবং মওদুদীপন্থী হয়ে যায়।
আমরা আমাদের পৃথিবীকে ব্যক্তির উপর নির্ভর করে গড়তে পারবো না। উনারা প্রত্যেকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানী হতে পারেন, কিন্তু আমাদেরকে কোরআন ও সুন্নাহর পথে চলতে হবে। চিরস্থায়ী সত্য কখনো ক্ষণস্থায়ী ব্যক্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে না। হজরত আলী রা বলেছেন –
الحق لا يعرف بالرجال إنما يُعرف الرجال بالحق
“ব্যক্তি-নির্ভর দৃষ্টিকোণ দিয়ে সত্যকে চিনবে না, বরং সত্য-নির্ভর দৃষ্টিকোণ দিয়ে ব্যক্তিকে চিনবে।”
কোনো ব্যক্তি সত্যের উৎস নয়। সত্য কখনো কোনো ব্যক্তির একক সম্পত্তি হতে পারে না। “
- উস্তাদ মেহমেত গোরমেজ, বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে এক আলোচনায়।