নারী নেতৃত্বের দেশে ইসলামপন্থীদের ভুমিকা কী?
বাংলাদেশে গত ৩০ বছর এককভাবে নারীরা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। এতে দেশের উন্নয়ন হয়েছে, নাকি হয়নি, সেটা ভিন্ন প্রশ্ন, তবে জনগণের কাছে নারীদের ক্ষমতা ব্যাপকভাবে গ্রহণীয়। বিভিন্ন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দেশের ৮o%-এর অধিক মানুষ বিনা প্রশ্নে নারী নেতৃত্ব মেনে নিয়েছে। অথচ ইসলামপন্থী দলগুলোর নিজস্ব দলীয় কাঠামোয় কোনো নারীর দেখা মিলে না।
দেশের ৮০ ভাগ মানুষ ৩০ বছর ধরে নারীদের ভোট দিয়ে আসছে এবং নারী নেতৃত্ব মেনে আসছে যেখানে, সেখানে ইসলামপন্থীদলগুলোতে নারীদের অনুপস্থিতিতে দেশের ৮০% মানুষের ভোট পাবার আসা কীভাবে করে?