আলেমগণ সমাজের আবহাওয়া বোঝেন না??
উগ্র-ক্ষুদ্র সেক্যুলার গোষ্ঠী না হয় আলেম সমাজের বিরোধিতা করবে, করুক; কিন্তু মুসলিমদের কেউ যখন আলেম সমাজকে উপহাস করেন তখন আশ্চর্য না হয়ে পারি না। এসব মুসলিমদের নিয়্যাত নিয়ে কোনো প্রশ্ন করছি না; তবে তাদের আখলাক নিয়ে খুব সহজেই প্রশ্ন তোলা যায়।
এসব মুসলিমের দাবি হল, আলেমগণ সমাজের আবহাওয়া বোঝেন না। ইতিহাস সম্পর্কে কতটা অসচেতন হলে তারা এমন কথা বলতে পারেন, বুঝি না। ইতিহাসের অ-আ-ক-খ জানা যেকোনো মানুষ-ই স্বীকার করতে বাধ্য হবেন যে, এ জাতির যত গৌরবের ইতিহাস আছে, সবকিছুর পিছনে-ই আলেম সমাজের ভূমিকা ছিল প্রধান। সেখানে ‘ইন্টেলেকচুয়ালদের’ তেমন উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না। অথচ আজ তাঁদের বলা হচ্ছে, তাঁরা নাকি সমাজ বোঝেন না। আফসোস।
একবার এক মুসলিম ‘ইন্টেলেকচুয়াল’ আমায় বললেন, জীবনে কী হতে চাও? বলেছিলাম- ‘স্রেফ কাঠ মোল্লা হতে চাই’। তিনি আমার কথায় কিছুটা অখুশি হয়ে বললেন, ‘ভেবেছিলাম তুমি হবে ‘ইন্টেলেকচুয়াল’। তাঁকে তখন বলেছিলাম, ‘ইন্টেলেকচুয়াল’ হবার ইচ্ছা আমার কখনো ছিল না, আজো নেই। আমল-আখলাক শিখে আলেম হব ইনশা-আল্লাহ।
দেখুন, রাসূল (সঃ) অনেক বড় একজন সমাজবিজ্ঞানী ছিলেন; ছিলেন বড় একজন নেতা, আইনজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, ইন্টেলেকচুয়াল বা আরও অন্যান্য অনেক কিছু। কিন্তু আল্লাহ তায়ালা যখন কোর’আনে রাসূল (সঃ) কে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন এসব কিছুই উল্লেখ করছেন না; বরং বলছেন وإنك لعلى خلق عظيم ‘আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী (সূরা ক্বালাম-৪)।
ইন্টেলেকচুয়াল হবার চেয়ে আখলাক শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘ইন্টেলেকচুয়াল’ হয়ে যান,, কোনো আপত্তি নেই; তবে আলেমদের উপহাস করবেন না, প্লিজ। পারলে তাঁদের সীমাবদ্ধতাগুলো আপনারা কাটিয়ে উঠুন।
March 7, 2015 at 9:55 PM