বিদায়াত কী?
আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের দ্বারা আরোপিত আল্লাহর ইবাদাতকে বিদায়াত বলে।
একজন মুমিনের প্রতিটি কাজ-ই ইবাদাত, তবে সেটা প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ইবাদাত হিসাবে বিবেচিত হবে।
যখনি কোনো ব্যক্তি নিজের ইবাদাতকে অন্যের উপর চাপিয়ে দেয়, বা দিতে চেষ্টা করে, তখনি তা বিদায়াতে পরিনত হয়।
পীরের মুরিদ হওয়া, তাবলীগের চিল্লা দেয়া, ইসলামী আন্দোলনের সদস্য হওয়া, সালাফী স্কলারের বই পড়া – এগুলোকে ব্যক্তিগতভাবে কেউ ইবাদাত মনে করতে পারে, কিন্তু এগুলোকে যখনি অন্যের জন্যে বাধ্যতামূলক করা হয়, তখনি তা বিদায়াত হয়।