খেলাফত একেক জনের কাছে একেক রকম
খেলাফত একেক জনের কাছে একেক রকম।
এরদোয়ানের কাছে, ‘আধুনিক তুরস্ক উসমানী খেলাফতেরই একটি ধারাবাহিকতা।’
ড. আনোয়ার ইব্রাহিমের মতে, ‘খেলাফত হলো ইউরোপীয় ইউনিয়নের আদলে মুসলিম সরকারসমূহের একটি কনফেডারেশন। তবে মুসলিম কনফেডারেশন অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের ছেয়ে ভালো হবে।’
কেউ মনে করেন, খেলাফত হলো আবু বাকার বাগদাদীর মতো একটা ছোট অঞ্চলে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করা।
খেলাফতের নানান ধরণ আছে। খেলাফত শুনলেই ভয় পাবার কারণ নেই।
এরদোয়ানের বক্তবটি দেখুন https://youtu.be/rYM5qI-BeD8?si=iuUP_pP1tYmeENSb